শিা ও দৈনন্দিন প্রয়োজীয় তথ্য এখন ওয়েবে
শিা বিষয়ক সকল তথ্য নিয়ে শুরু হয়েছে মিমডুর ডট কম (http://www.mimdoor.com/) নামের একটি ওয়েব সাইট। বাংলাদেশের মত একটি উন্নয়নশীল দেশের জন্য শিা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর এ দেশের প্রায় ২ লøেরও বেশি ছাত্র-ছাত্রী বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেন। বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তারা প্রতি নিয়ত ব্যর্থ হয় শুধুমাত্র সঠিক গাইডলাইন ও তথ্যের অভাবে। বিদেশে পড়ালেখার জন্য যে সকল তথ্যের প্রয়োজন হয় তা হলঃ ভিসা আবেদনের নিয়ম-কানুন, ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া, ভর্তির যোগ্যতা, কী রকম খরচ লাগবে তাছাড়া মেধাবী ও দরিদ্র শিাথী যারা বিদেশে পড়াশোনার পাশাপাশি কাজ করে নিজের খরচ বহন করবেন তাদের জন্য যে সকল তথ্য দরকার তা হলঃ কাজের সুযোগ-সুবিধা আছে কিনা, স্ড়্গলারশীপ আছে কিনা, স্ড়্গলারশীপ থাকলে আবেদনের প্রক্রিয়া , প্রতি ঘন্টা কাজের জন্য কী রকম পারিশ্রমিক পাওয়া যাবে ইত্যাদি। এই সকল তথ্যের বিস্তারিত জানতে পারবেন (http://www.mimdoor.com/) ওয়েব সাইটি ব্রাউজ করলে। এই তথ্য গুলো এই ওয়েব সাইটের কতৃপ সম্পূর্ণ বিনামূল্যে ভিজিটরদের জন্য সব সময়ের জন্য খুলে দিয়েছে। এই ওয়েব সাইটের ল্য হচ্ছে দেশে এবং বিদেশে উচ্চ শিা গ্রহণ করতে যারা ইচ্ছুক তাদের তথ্য দিয়ে সহায়তা করা। এছাড়াও বাংলাদের বিভিন্ন ব্যাংকের ঠিকানা, ফোন নম্বর, ব্যাংকের কার্যক্রম, অনলাইনে কিভাবে টাকা আয় করা যায়, বিদেশে উচ্চ শিার জন্য কাউন্সিল ফার্মের লিস্ট, ক্যারিয়ার গাইডে পাবেন, কিভাবে চাকরি পাওয়া যায়, চাকরিতে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, কিভাবে সিভি তৈরি করবেন, স্টুডেন্ট ভিসার নিয়ম সহ আরও অনেক তথ্যের জন্য সাইটি ব্রাউজ করতে পারেন। সাইটির ঠিকানাঃ http://www.mimdoor.com/
বার্তা প্রেরক
মোঃ আব্দুর রাশিদ
সিইও মিমডুর ডট কম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন